সুইটি,     লেখক- তারেক আজিজ

ভালো আছো তো?
জানি উত্তর মেলবে না তোমার, তবু প্রশ্ন করে যাওয়া,
জানি চুপ করে শুধু কান পেতে আছো!
যেন আমি খুব ভয়ঙ্কর ছোঁয়াছে রোগ,
তাই তুমি চুপ!
সুইটি,
তোমার মনে পড়ে কি
একদিন হাত ধরে কথা দিয়েছিলে ছেড়ে যাবে না
এই হাতে হাত রেখে কাটিয়ে দিবে সারা জীবন
আমাদের একটি আলাদা ভুবন হবে; ভালোবাসার ভুবন
আজ তুমি ভুলে গেছো
তুমি হয়তো ক্যালেন্ডারের পাতার মতো করে
তোমার পুরোনো স্মৃতি উল্টে দিয়েছো,
হয়তো ভুলবার কোন আয়োজনে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছো
নয়তো কপালে চোখ তুলে বলে যাচ্ছো
আর কতকাল এভাবে স্মৃতি ধরে রাখবি  ...?
সুইটি,
আমি অনেক কিছুই এখন পারি
কিন্ত ` তোমাকে ভাববার কথা ভুলে যাবো শুধু সেটাই ভাবতে পারিনা
আর ওদিকে তোমার ভাবনার আকাশে মেঘ কেটে গিয়ে হাজার তারার দল
উত্তর দক্ষিনে ছড়িয়ে আছে বিচলিত তোমার দৃষ্ঠি
,অস্থির আমার পথচলা
সুইটি,  ভালো আছো তো? এর চিত্র ফলাফল
সুইটি,
                           এখন কত কি বলে যাচ্ছি? জানি খুব বিরক্ত হচ্ছো!
                                  মনে মনে বলছো, হাড়-মাংস জ্বালিয়ে খেলে,
                               আর ঠিক চোখ বন্ধ করে, বুকের কষ্ট নিয়ে আমাকে অভিম্পত করছো?
                                                  আর এও জানি সেখানেও তোমার নীরবতা

Post a Comment

أحدث أقدم